মিশ্র বা যৌগিক অক্সাইডঃ যে সকল অক্সাইডে একই মৌলের দুটি ভিন্ন জারণ সংখ্যার অক্সাইড এর মিশ্রণ বা যৌগ রূপে আচরণ করে। তাদেরকে মিশ্র বা যৌগিক অক্সাইড বলে। 

যেমন- Fe₃O₄ ; Pb₃O₄ ; Mn₃O₄ ইত্যাদি। 

ফেরোসোফেরিক অক্সাইড , ফেরাস অক্সাইড ও ফেরিক অক্সাইড এর মিশ্রণ।

(Fe₃O₄ = FeO + Fe₂O₃) , 

( Pb₃O₄ = PbO + Pb₂O₃) , 

( Mn₃O₄ = MnO + Mn₂O₃ ).