কোন কোন অম্লীয় অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে দুটি ভিন্ন এসিড তৈরি করে। এ ধরনের অম্লীয় অক্সাইডকে মিশ্র অ্যানহাইড্রাইড বলে।
যেমনঃ NO₂ পানির সাথে বিক্রিয়া করে HNO₃ ও HNO₂ এসিড উৎপন্ন করে।
2NO₂+H₂O —–> HNO₃+ HNO₂
কাজেই বলা যায় NO₂ একটি মিশ্র অ্যানহাইড্রাইড।
Leave a comment