মিশ্রণ ও খাঁটি বস্তুর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. মিশ্রণ সমসত্ব ও অসমসত্ব দুই ধরনের হয়। 

কিন্তু, খাঁটি বস্তু মৌলিক ও যৌগিক পদার্থ হতে পারে।

২. মিশ্রণের সংযুতি ও ধর্ম পরিবর্তন হতে পারে। 

অপরদিকে, খাঁটি বস্তুর সংযুতি ও ধর্ম পরিবর্তন হয় না।