মিথেন থেকে মিথানোয়িক এসিড প্রস্তুতি।
১. মিথেন কে প্রথমে ক্লোরিন এর সাথে বিক্রিয়া করিয়ে ক্লোরো মিথেন প্রস্তুত করা হয়।
CH₄ + Cl₂ ——> CH₃Cl + HCl
২. ক্লোরো মিথেন কে জলীয় ক্ষার দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে মিথানল উৎপন্ন হয়।
CH₃Cl + NaOH(aq) ——> CH₃OH + NaCl
৩. মিথানল কে জারিত করে মিথান্যাল প্রস্তুত করা হয়।
CH₃OH + [ O ] ——> H-CHO
৪. সবশেষে মিথান্যাল কে জারিত করে মিথানয়িক এসিড প্রস্তুত করা হয়।
H-CHO + [ O ] ——> H- COOH
এভাবে মিথেন থেকে মিথানয়িক এসিড প্রস্তুত করা হয়
Leave a comment