মামলা খারিজের অর্থ হচ্ছে যে, মামলা স্বীকার করে তা বিলুপ্ত করা।
বাদী পক্ষ যখন কোন আইনে মামলা দায়ের করেন এবং মামলা ঐ আইনের চলার মতো কোন উপাদান থাকেনা বা যে অভিযোগ আসামীর বিরুদ্ধে আনা হয়েছে সেই অভিযোগ সত্য বলে প্রমানিত হয় নাই তখন আদালত আদেশ বলে মামলা খারিজ করে দেন।। তখন মামলা খারিজ বা বাতিল বলে।
আরজি খারিজ হচ্ছেঃ আরজি খারিজ ও মামলা খারিজ এক বিষয় নয়। দেওয়ানী কার্যবিধি আইনের ৭ অর্ডারে ১১ রুলের বিধানমতে আরজি প্রত্যাখ্যান করা যায়। আরজি প্রত্যাখ্যানের অর্থ হচ্ছে যে আদৌ কোনো মামলা দায়ের করা হয়নি।
Leave a comment