অথবা, মানব জীবন সম্পর্কে লালন শাহ কী বলেছেন? সংক্ষেপে আলোচনা কর

উত্তর : লালনের মতে মানবজীবন ক্ষণস্থায়ী। মানুষ যে মুহূর্তে জন্মলাভ করে সেই মুহূর্ত থেকে তার আয়ু কমতে থাকে। অর্থাৎ মানুষ ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হতে থাকে। খুব কম সময়ের জন্য মানুষ এই পৃথিবীতে আগমন করে। তাই ক্ষণস্থায়ী এই মানবজনমে সময় নষ্ট না করে, মন যা চায় তা বিচার বোধের ও বিবেচনার আলোকে সময়মতো ও ত্বরায় করার পরামর্শ দিয়েছেন কবি। কারণ মূল্যবান এই মানবজনম তাড়াতাড়ি শেষ হয়ে আসছে। হেলাফেলায় সময় নষ্ট করা যাবে না, সমস্ত প্রয়োজনীয় কাজ যথাসময়ে সঠিকভাবে সম্পাদন করে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। কেননা এমন সার্থক মানব জন্ম হয়ত আর পাওয়া যাবে না।

আলোচনার পরিশেষে এসে আমরা একথা বলতে পারি যে, মানবজীবন একবার চলে গেলে আর ফিরে আসে না।