অথবা, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বাউল পদাবলী অবলম্বনে ব্যাখ্যা কর
উত্তর: মানুষ সৃষ্টির সেরা জীব। জগতের সব জীবনের মধ্যে মানুষকে আল্লাহ অর্থাৎ সাঁই অনন্তরূপ দিয়ে সৃষ্টি করেছেন। একমাত্র মানুষের মধ্যে আছে জ্ঞান, বুদ্ধি, বিচার-বিবেচনা শক্তি। তাই লালন এখানে বলেছেন মানবের উত্তম কিছু নেই। সকল দেব-দেবতাগণ আরাধনা করে মানুষ হিসেবে জন্ম নিতে। এই মানবজীবনের গুরুত্ব তাই অপরিসীম। একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই লালন বলেছেন, হেলায় সময় নষ্ট করে এই মানবজনম কাটানো উচিত নয়। কেননা কত ভাগ্যের ফলে আমরা এই মানবজনম পেয়েছি। অনেক কাজ আমাদের করতে হবে এই ক্ষণস্থায়ী সময়ের মধ্যে। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে হবে এবং ভালো কাজের মধ্য দিয়ে পৃথিবীতে রেখে যেতে হবে সাফল্যের পরিচয়। তাই যে ‘মানুষ রূপ’ গঠন করেছেন সাঁই তার গুরুত্ব অপরিসীম। পৃথিবীর সমস্ত জীবের তুলনায় মানুষই শ্রেষ্ঠ এবং মানুষকে রেখে যেতে হবে তার শ্রেষ্ঠত্বের পরিচয়।
Leave a comment