মাদকের ভয়াবহতা নিয়ে পুরো পৃথিবী আজ আতঙ্কিত আর এই ভয়াবহতার শিকার আমাদের দেশ গড়ার কারিগর যুবসমাজ। তাই তাদেরকে ভালো পথে নিয়ে আসার জন্য আমাদের মাদক নিয়ে কবিতা উক্তি ও স্ট্যাটাস জানা একান্ত প্রয়োজন।

আমাদের শিক্ষার্থীদের মাদকের বিষয়ে সচেতন করে তুলতে হবে। বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে হবে যাতে তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জানতে পারে। আমাদের উচিত কোন কবির কবিতা না পড়ে মাদক নিয়ে তাদের কবিতা তৈরি করতে দেওয়া তবে তারা বুঝতে পারবে মাদক কত ভয়ংকর।

মাদক নিয়ে কবিতা উক্তি ও স্ট্যাটাস 

 মেঘনা নদী সর্বনাশা,

কে বলেছে ভাই।

মাদকের চেয়ে সর্বনাশা,

এই পৃথিবীতে আর নাই।

মেঘনা নদী ক্ষতি করে

কিছু জমির ফসল

মাদকের নেশা ক্ষতি করে

তরুণ প্রজন্মের সফল।

আরো পড়ুনঃ মাদক মুক্ত বাংলাদেশ সুস্থ জীবন সুস্থ দেশ – রচনা

“পৃথিবী কাপে ভূমিকম্পে আর মানবজাতি কাপে মাদকাসক্তের ভয়ে”।

বাম হাতে সিগারেটের আগুন জ্বালিয়ে ডান হাতে মাদক বিরোধী স্লোগান দিয়ে কোন লাভ হবে না।

বন্যা, খরা, জলোচ্ছ্বাস, যুদ্ধবিগ্রহ ক্ষতি করে অর্থনীতি,

মাদকাসক্তি ক্ষতি করে জীবনের সকল নীতি।

যখন সিগারেট খাও আর ধোঁয়া ছাড়ো মনে কর সকল সুখ হাতে পেয়ে গেছে কিন্তু মনে রেখো জীবনের সকল স্বপ্ন তোমার সিগারেটের ধোঁয়ার সঙ্গেই উড়ে যাবে।

নেশার টাকা জোগাড় করতে ব্যস্ত কেন ভাই! এর চেয়ে ক্ষতি করে জিনিস এই পৃথিবীতে আর নাই।

দেশ তোমাকে আলো, বাতাস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু দিয়ে বাঁচিয়ে রেখেছে তুমি দেশের কাছে ঋণী। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তুমি দেশের ঋণ কিঞ্চিৎ পরিশোধ করো।

আরো পড়ুনঃ  রচনা – মাদককে রুখবো,স্মার্ট বাংলাদেশ গড়ব 

আবাল, বৃদ্ধ, বনিতা সবাই মাদক চাই,

মাদকাসক্ত হতে নারীরাও আর পিছিয়ে যে নাই।

নারীরা হলো ঘরের সম্পদ ভুলে যায় তারা

নেশা দ্রব্য হাতে নিয়ে করে যে মহড়া।

মাদকের নেশা কে যদি রুখতে নাহি পারো

দেশ বাঁচাবে কেমন করে জবাব দিতে পারো!

তোমরা যদি সুস্থ থাকো সুস্থ থাকবে দেশ

মাদকের নেশা দূরে থাকবে লাগবে তখন বেশ।

দুঃস্বপ্ন দেখলে গা ঘেমে যায় মন অস্থির থাকে

আর মাদকের নেশা পুরো পৃথিবীর কাঁপিয়ে দেয়।

স্মার্ট বাংলাদেশে স্মার্ট মানুষ হতে যদি চাও

মাদকের নেশা ছেড়ে খাতা কলম হাতে নাও।

বই পড়লে পাবে তুমি জীবন গড়ার আলো

সিগারেটের ধোয়াই উড়ে যাবে জীবনের সব ভালো।

হিরোইন তুমি খেয়েও নাকো জীবন গড় ভাই

দেশের জন্য কিছু করে দেশের হিরো হও।

আরো পড়ুনঃ  মাদকাসক্তি ও এর প্রতিকার রচনা ২০-৩০ পয়েন্ট সম্পর্কে জেনে নিন

কে বলে আগ্নেয় অস্ত্র ভয়ংকর! সে তো শুধু ধ্বংস করেছিল জাপানের হিরোশিমা কে। কিন্তু মাদক হলো এমনই ভয়ংকর যে ধ্বংস করার ক্ষমতা রাখে পুরো বিশ্বকে।

শেষ কথা

পুরো পৃথিবী আজ মাদকের ভয়াবহ অবস্থার কারণে আতঙ্কিত আর এই ভয়াবহতা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। প্রচার-প্রচারণা বাড়াতে হবে। সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে পরিবারকে তবেই আমাদের মাদকমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।