প্রশ্নঃ মাক্স ওয়েবারের সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত আলােচনা তুলে ধর।

অথবা, মাক্স ওয়েবারের সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত আলােচনা বিশ্লেষণ কর।

ভূমিকাঃ মানবসমাজের প্রতিটি পর্যায়েই সামাজিক স্তরবিন্যাস বিদ্যমান। এ স্তরবিন্যাস প্রকৃতিগতভাবে সৃষ্টি, মানুষের সৃষ্টি নয়। ‘Who gets what and why’ এই প্রশ্নকে সামনে রেখেই সামাজিক স্তরবিন্যাস সৃষ্টি হয়েছে। সমাজের ব্যক্তি, গােষ্ঠী বা শ্রেণির মর্যাদা নিরূপণ হয় এ স্তরবিন্যাসের মাধ্যমে। তাই সামাজিক স্তরবিন্যাস একটি সর্বজনীন ব্যাপার।

সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞাঃ ভূ-তত্ত্বের ‘Strata’ বা স্তর থেকে সমাজবিজ্ঞানে ‘Stratification’ বাস্তরবিন্যাস নেয়া হয়েছে। এটি দ্বারা সমাজের বিভিন্ন উঁচু-নিচু শ্রেণি বা মর্যাদার মানুষকে বুঝানাে হয়। সামাজকাঠামাের অভ্যন্তরে বিদ্যমান বিভিন্ন ব্যক্তি, গােষ্ঠী ও সামাজিক শ্রেণির আপেক্ষিক উচ্চ বা নিম্ন অবস্থানকে সামাজিক স্তরবিন্যাস’ বলা হয়।

মাক্স ওয়েবারের মতে সামাজিক স্তরবিন্যাসঃ মাক্স ওয়েবারের মতে, সমাজে বিদ্যমান দ্বন্দ্ব হচ্ছে বহুমাত্রীয়। অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা, ধর্ম, রাজনীতি সর্বত্র দ্বন্দ্ব বিরাজমান। বস্তৃত সমাজকাঠামাের স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে তিনি সমাজে বিদ্যমান স্তরবিন্যাসের ওপর আলােকপাত করেন। মূলত দ্বান্দ্বিক সম্পর্কের কারণে সমাজে স্তরায়ণ অপরিহার্য হয়ে পড়ে। নিচে মাক্স ওয়েবারের সামাজিক শ্রেণিবিন্যাস সম্পর্কে আলােচনা করা হলােঃ

ক্ষমতা ও শ্রেণিবিন্যাসঃ বাস্তবক্ষেত্রে লক্ষ্য করা যায় যে, আধুনিক যুগে রাষ্ট্রীয় ক্ষমতা আইনগত একচেটিয়া বল প্রয়ােগ করে সমাজকে নিয়ন্ত্রণ করে থাকে। এটা শারীরিকভাবে কিংবা মানসিকভাবেও নিয়ন্ত্রণ করে। কোন রাষ্ট্রে যখন একটি রাজনৈতিক দল ক্ষমতা লাভ করে সরকার গঠন করে, তখন সে সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে কতকগুলাে বিরােধী দলের সৃষ্টি হয়। এর প্রধান কারণ হলাে ক্ষমতা লাভ।

ক্ষমতা ও শ্রেণিশক্তিঃ এ পরিপ্রেক্ষিতে ম্যাক্স ওয়েবার বলেন, আইন সম্বন্ধীয় নির্দেশ একটি সংযুক্ত বৈশিষ্ট্য। এটা নির্ভর করে সুবিধার ওপর। যারা সে ক্ষমতা বা সম্মান রক্ষা করতে পারবে তারাই সমাজ বা রাষ্ট্রের অধিকারী হয়। কিন্তু দেখা যাচ্ছে যে, একই দলে সে অধিকার সব সময় থাকে না। সেজন্যই ক্ষমতা শ্রেণিশক্তির ওপর নির্ভর করে।

শ্রেণিদলের ক্ষমতা ও ব্যবহারঃ ম্যাক্স ওয়েবার মনে করেন যে শ্রেণিদলের ক্ষমতা এবং ক্ষমতার ব্যবহার হলাে সমাজের মধ্যে শ্রেণিবিন্যাসের কারণ এবং ক্ষমতার বণ্টনের মাধ্যমেই শ্রেণিবিন্যাসের পদ্ধতির উৎপত্তি পরিলক্ষিত হয়। তিনি বলেছেন, শ্রেণি হলাে ব্যক্তির সমষ্টি যাদের জীবনধারণের জন্য অথবা মৌলিক অধিকার আদায়ের জন্য সকলের সমান সুযােগ-সুবিধা রয়েছে।

শ্রেণি অবস্থা ও মর্যাদাঃ প্রকৃতপক্ষে ম্যাক্স ওয়েবার শ্রেণিবিন্যাসের বিশ্লেষণের চেষ্টা করেছিলেন শ্রেণি অবস্থা এবং মর্যাদা অবস্থাকে সামাজিক শ্রেণিবিন্যাসের মাঝে দুটি পৃথক ধারণায় ব্যাখ্যা করতে। কিন্তু তিনি বাস্তবে তা পারেননি। তিনি নিজেই তা স্বীকার করেছেন। তিনি বলেন, বর্তমানে যতটুকু উপলব্ধি হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে, শ্রেণি অবস্থার বৈশিষ্ট্য মর্যাদাসম্পন্ন দলের জীবনযাত্রার মান অর্থনৈতিক অবস্থার দ্বারা নির্ধারিত হচ্ছে।

ম্যাক্স ওয়েবারের সামাজিক স্তরবিন্যাসের সামাজিক মূল্যায়ণঃ বস্তুত বাস্তবক্ষেত্রে শ্রেণি এবং মর্যাদার মধ্যে সহজ সম্পর্ক লক্ষ্য করা যায়। তবে বিত্তবান এবং বিত্তহীন এ দু ব্যক্তিত্ব একই মর্যাদার অন্তর্ভুক্ত হতে পারে। সাধারণত পূর্বে তারা একই ধরনের মর্যাদা ভােগ করার ফলে এ অবস্থা লক্ষ্য করা যায়। বস্তুত আমেরিকাসহ বিভিন্ন দেশে গবেষণার ফলাফল থেকে জানা যায় যে, শুধু একই শ্রেণি নয় বরং একই মর্যাদাভােগী দলও একই ধরনের রাজনৈতিক আচরণ করে থাকে। বিশেষ করে যাদের মর্যাদা হারানাের ভয় থাকে, অথবা যারা মনে করে যে তারা যে ধরনের সামাজিক মর্যাদা পাওয়া উচিত সে ধরনের মর্যাদা পাচ্ছে না। বস্তুত ওয়েবারের এ ব্যাখ্যা থেকে মার্কসের অনেক না বলা ব্যাখ্যা জানা যায়। বিশেষ করে যে সমাজে বহু শ্রেণি ও মর্যাদার দল রয়েছে, সেখানে কোনাে বিত্তহীন এবং বিত্তবানরা মার্কস বর্ণিত রাজনৈতিক আচরণ করে না।

সমালােচনাঃ সমাজবিজ্ঞানের অধিকাংশ মতামত বা ধারণাই সমালােচিত হয়েছে। সেক্ষেত্রে ম্যাক্স ওয়েবারের সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত ধারণাটিও সমালােচনার উর্ধ্বে নয়। নিম্নে সমালােচনাগুলাে উল্লেখ করা হলােঃ

রক্ষণশীলতা দ্বারা দুষ্টঃ অন্যান্য ধারণার মতাে ম্যাক্স ওয়েবারের সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত ধারণাটি রক্ষণশীলতা দ্বারা দুষ্ট।

মৌলিক ধারণা নয়ঃ ওয়েবারের আগে কার্ল মার্কস এ বিষয় নিয়ে আলােচনা করেছেন। কিন্তু সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত আলােচনার ধরন ছিল ভিন্ন।

অস্পষ্টতাঃ তিনি সাবলীলতা বা ধারাবাহিকতা বজায় না রাখায় এটি অস্পষ্ট ধারণায় পরিণত হয়েছে।

পরিশেষঃ উপরিউক্ত আলােচনা ও সমালােচনা সত্ত্বেও সমাজতত্ত্ববিদদের সর্বসম্মত সিদ্ধান্ত হলাে যে, সমাজতন্ত্রের ক্রমবিকাশে ম্যাক্স ওয়েবারের অবদান অপরিসীম। তিনি সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আলােচনা করতে গিয়ে সমাজকাঠামাের ওপর গুরুত্ব আরােপ করেছেন। মূলত দ্বান্দ্বিক সম্পর্কের কারণে সমাজে স্তরায়ণ অপরিহার্য হয়ে পড়ে। তাই সমাজবিজ্ঞানে ওয়েবারের সামাজিক স্তরবিন্যাস, গুরুত্বের সাথে আলােচিত হচ্ছে।