যে বিশ্লেষণ পদ্ধতিতে 0.02g – 0.005g কঠিন নমুনা এবং 0.2ml- 1ml আয়তনের তরল নমুনা ব্যবহার করে বিশ্লেষণ কার্য সম্পন্ন করা হয় তাকে মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি বলে।
মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিকে মিলিগ্রাম বিশ্লেষণও বলা হয়।
এ বিশ্লেষণ পদ্ধতি অত্যন্ত আধুনিক এবং খুব সামান্য পরিমাণ নমুনা পদার্থ নিয়ে একই সাথে গুণগত ও পরিমাণগত বিশ্লেষণ করা হয়।
Leave a comment