শুরুর কথা: সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতার পটভূমিতে রয়েছে নাগরিক জীবনের ক্লান্তি। যন্ত্রসভ্যতা এখানে মানুষের সৌন্দর্য উপভােগের ক্ষেত্রকে ক্রমশ ছােটো করে দিচ্ছে।
মুগ্ধতার স্থায়িত্ব : অস্তগামী সূর্যের আলােয় যখন জলে তৈরি হয় ‘গলিত সােনার মতাে উজ্জ্বল আলাের স্তম্ভ’ তা কবিকে মুগ্ধ করে। কিন্তু দূষিত নগরসভ্যতায় এই মুগ্ধতার আবেশ দীর্ঘস্থায়ী হতে পারে না। তাই শীতের দুঃস্বপ্নের মতাে কবিকে গ্রাস করে ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’।
মুক্তির সন্ধান : কবি নগরজীবন থেকে বেরিয়ে গিয়ে এই ক্লান্তি আর বিবর্ণতা থেকে মুক্তির সন্ধান করেন। দূরের মেঘমদির মহুয়ার দেশ, যেখানে প্রকৃতির নিশ্চিন্ত বিস্তার তা কবিকে আকৃষ্ট করে। সেখানে পথের দুধারে ছায়া ফেলা দেবদারুর দীর্ঘ রহস্য আর রাত্রের নির্জনতাকে আলােড়িত করা দূর সমুদ্রের দীর্ঘশ্বাস কবিচেতনাকে অধিকার করে নেয়।
যন্ত্রসভ্যতার আগ্রাসন : যদিও আগ্রাসী যন্ত্রসভ্যতা তাকে মুক্তি দেয় না। তাই যন্ত্রসভ্যতার শব্দদৈত্য মনে করায় কয়লাখনির শব্দকে, প্রকৃতি আড়ালে চলে যেতে বাধ্য হয়।
শান্তির আশ্রয়স্থল : তবুও ‘মহুয়ার দেশ’ হয়ে থাকে কবির প্রিয়তম স্বপ্নকল্পনা এবং আকাঙ্ক্ষা- “আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল,/নামুক মহুয়ার গন্ধ।” স্বপ্নের ‘মহুয়ার দেশ’ বা বিশুদ্ধ প্রকৃতিই হয়ে থাকে কবির শান্তির আশ্রয়।
গদ্যকবিতা হিসেবে মহুয়ার দেশ কবিতাটির সার্থকতা আলােচনা করাে।
গাছগুলাে তুলে আনো, বাগানে বসাও- এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গাছেদের সম্পর্কে কবির মনােভাব আমি দেখি কবিতা অবলম্বনে আলােচনা করাে।
আমার দরকার শুধু গাছ দেখা- বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন?
আরােগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার- কে, কোথায় এ কথা বলেছেন? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কীরূপ মনােভাব প্রকাশ পেয়েছে?
বহুদিন জঙ্গলে কাটেনি দিন—কেন কবি এ কথা বলেছেন? এই অভাবপূরণের জন্য কবি কী চেয়েছেন?
শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়—কবির এই মন্তব্যের তাৎপর্য লেখাে।
চোখ তাে সবুজ চায়। /দেহ চায় সবুজ বাগান- কবির এই মন্তব্যটির সার্থকতা কবিতা অবলম্বনে আলােচনা করাে।
আমি দেখি।- পঙক্তিটি সমগ্র কবিতার পরিপ্রেক্ষিতে কীভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আলােচনা করাে।
আমি দেখি কবিতায় কবির নিজস্ব কবিস্বভাবের কী পরিচয় পাওয়া যায় আলােচনা করাে।
আমি দেখি কবিতাটির গঠনবৈশিষ্ট্য আলােচনা করাে।
গাছ আনাে, বাগানে বসাও। -কাদের উদ্দেশে কবি এই আহ্বান জানিয়েছেন? কোথা থেকে গাছ তুলে আনার কথা বলেছেন কবি? পঙক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করাে।
আরােগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার—ওই সবুজ বলতে কবি কী বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন?
Leave a comment