মরিচা কি?
সাধারণ লোহা বা লোহার তৈরি কোন জিনিসকে আর্দ্র বাতাসে দীর্ঘদিন রেখে দিলে এর উপরিভাগে বাদামী বর্ণের সহজে অপসারণযোগ্য একটি আবরণ সৃষ্টি হয়, যার ফলে লোহা ক্ষয়প্রাপ্ত হয় এবং লোহার স্বাভাবিক চাকচিক্য নষ্ট হয়ে যায়। লোহার উপর সৃষ্ট এই বাদামী বর্ণের আবরণকে মরিচা বলে।
অর্থাৎ মরিচা হল আর্দ্র ফেরিক অক্সাইড (Fe₂O₃. 3H₂O)।
Leave a comment