আয়রনের(Fe) সাথে ক্রোমিয়াম(Cr) ও নিকেল(Ni) মিশ্রিত করলে যে সংকর ধাতু তৈরি হয় তাকে মরিচাবিহীন ইস্পাত বলে। 

মরিচাবিহীন ইস্পাতে আয়রন-73% ; ক্রোমিয়াম-18% ; নিকেল-8% থাকে।

মরিচাবিহীন ইস্পাত দ্বারা গাড়ির যন্ত্রাংশ, রেললাইন ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়।