মরিচাবিহীন ইস্পাত কাকে বলে?
মরিচাবিহীন ইস্পাত হল একটি সংকর ধাতু। এতে লোহা (Fe) 74 %, ক্রোমিয়াম (Cr) 18% ও নিকেল (Ni) 8 % বিদ্যামান।
মরিচাবিহীন ইস্পাতে নিকেল স্টিলের কাঠিন্য বৃদ্ধি করে এবং ক্রোমিয়াম মরিচা প্রতিরোধ করে। এটি ছুরি, কাটা চামচ, ঘরের সিঙ্ক, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, বিভিন্ন মরিচাবিহীন পাত্র তৈরিতে ব্যবহার করা হয়।
Leave a comment