ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড (V₂O₅) হাইড্রোক্লোরিক এসিডের (HCl) সাথে বিক্রিয়া করে ভ্যানাডিল ক্লোরাইড (VOCl₂) উৎপন্ন করে। 

V₂O₅ + 6HCl —-> 2VOCl₂ +Cl₂+ 3H₂O

এছাড়া ভ্যানাডিয়াম অক্সি- ট্রাইক্লোরাইড (VOCl₃) কে জিংক ধাতু বা হাইড্রোজেন গ্যাস দ্বারা উচ্চ তাপমাত্রায় বিজারিত করে ভ্যানাডিল ক্লোরাইড প্রস্তুত করা যায়।

2VOCl₃+Zn—->2VOCl₂ + ZnCl₂

2VOCl₃+H₂ —->2VOCl₂+ 2H₂O