ভ্যানাডিয়াম ধাতুকে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত করলে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড উৎপন্ন হয়। 

4V+ 5O₂ —–> 2V₂O₅

ভ্যানাডিয়াম অক্সি-ট্রাইক্লোরাইডকে আর্দ্র বিশ্লেষিত করলেও ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড উৎপন্ন হয়।

2VOCl₃+3H₂O —–>V₂O₅+6HCl

আবার, অ্যামোনিয়াম ভ্যানাডেটকে উত্তপ্ত করে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড প্রস্তুত করা হয়।

2NH₄VO₃ —–> V₂O₅ + 2NH₃ + H₂O