দুটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও
দুটি যৌগিক স্বরধ্বনি হল ঐ (ও +ই), ঔ (ও +উ)।
বিভাজ্য ধ্বনি কাকে বলে?
যেসব ধ্বনিকে মুখের কথার ধ্বনিপ্রবাহ থেকে কৃত্রিমভাবে হলেও খণ্ড খণ্ড করে বিভাজন করা যায়, তাদের বলে বিভাজ্য ধ্বনি। যেমন—স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি।
ধ্বনিবিজ্ঞান কাকে বলে?
ভাষাবিজ্ঞানের যে শাখায় বাধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত এবং ধ্বনিতরঙ্গগত ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়, তাকে ধ্বনিবিজ্ঞান বলে।
ধ্বনিমূলের অবস্থান বলতে কী বােঝ?
একটি ধ্বনিমূল যে যে অবস্থানে উচ্চারিত হয়, তাকেই বলা হয় ধ্বনিমূলের অবস্থান। উদাহরণ হিসেবে বলা যায় ‘ই’ ধ্বনিমূল শব্দের আদি, মধ্য ও অন্ত অবস্থানে উচ্চারিত হয় বলে এই তিনটিই হল ‘ই’ ধ্বনিমূলের অবস্থান।
বাংলা ওষ্ঠ্য ধ্বনিগুলি কী কী?
বাংলা ওষ্ঠ্য ধ্বনিগুলি হল প, ফ, ব, ভ, ম।
বাংলা দন্ত্য ধ্বনিগুলি কী কী?
বাংলা দন্ত্য ধ্বনিগুলি হলত্, থ, দ, ধ।
বাংলা দন্তমূলীয় ধ্বনিগুলি কী কী?
বাংলা দন্তমূলীয় ধ্বনিগুলি হল স, ন, র, ল।
বাংলা মূর্ধন্য ধ্বনিগুলি কী কী?
বাংলা মূর্ধন্য ধ্বনিগুলি হল—ট, ঠ, ড, ঢ, ড়, ঢ়।
গল্প ─ কে বাঁচায়, কে বাঁচে (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
গল্প ─ ভাত (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
গল্প ─ ভারতবর্ষ (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ রূপনারানের কূলে (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ শিকার (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ মহুয়ার দেশ (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ আমি দেখি (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ ক্রন্দনরতা জননীর পাশে (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
নাটক ─ বিভাব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
নাটক ─ নানা রঙের দিন (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
আন্তর্জাতিক কবিতা ─ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভারতীয় গল্প ─ অলৌকিক (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভাষা ─ ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভাষা ─ রূপতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভাষা ─ বাক্যতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভাষা ─ শব্দার্থতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
বাংলায় ‘অ্যা’ ধ্বনির অবস্থান নির্ণয় করাে।
‘অ্যা’ ধ্বনিটি শব্দের সব অবস্থানেই বসতে পারে। অন্তে বসলে তার পূর্ববর্তী ব্যঞ্জন দ্বৈত উচ্চারিত হয় (যেমন—বন্যা = বােন্না)। শব্দের শেষে ‘অ্যা’-এর পূর্ণাঙ্গ উচ্চারণও (যেমন—জ্যা) হয়।
শব্দের আদিতে বসে না, এমন তিনটি বাংলা ধ্বনি কী কী?
বাংলা ভাষায় শব্দের আদিতে ‘ঢ’, ‘ঙ’ এবং ‘ড়’ ধ্বনি কখনও পাওয়া যায় না।
বাংলা তালব্য ধ্বনিগুলি কী কী ?
বাংলা তালব্য ধ্বনিগুলি হল—চ, ছ, জ, ঝ, শ।
বাংলা কণ্ঠ্য ধ্বনিগুলি কী কী?
বাংলা কণ্ঠ্যধ্বনিগুলি হল ক, খ, গ, ঘ, ঙ।
বাংলা কণ্ঠনালীয় ধ্বনিটি কী?
বাংলা কণ্ঠনালীয় ধ্বনিটি হল—হ।
বাংলা অঘােষ অল্পপ্রাণ ধ্বনিগুলি কী কী?
বাংলা অঘােষ অল্পপ্রাণ ধ্বনিগুলি হল-প, ত্, ট, চ্, ক।
বাংলা অঘােষ মহাপ্রাণ ধ্বনিগুলি কী কী?
বাংলা অঘােষ মহাপ্রাণ ধ্বনিগুলি হল ফ, থ, ঠ, ছ, খ।
বাংলা ঘােষ অল্পপ্রাণ ধ্বনিগুলি কী কী?
বাংলা ঘােষ অল্পপ্রাণ ধ্বনিগুলি হল ব, দ, ড়, জ, গ।
ভাষাবিজ্ঞানের ধ্বনি কাকে বলে?
কথা বলার সময় যেসব ধ্বনি আমরা উচ্চারণ করি, সেইসব ধ্বনিকেই ভাষাবিজ্ঞানের ধ্বনি বা বাধ্বনি’ বলা হয়।
ধ্বনি ও বর্ণের পার্থক্য কী?
ধ্বনি কথ্যভাষার একক বলে তা শ্রুতিগ্রাহ্য, আর বর্ণ লেখ্য ভাষার একক বলে তা দৃষ্টিগ্রাহ্য।
খণ্ড ধ্বনির অপর নাম কী?
খণ্ড ধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি।
ধ্বনিবিজ্ঞানের প্রধান আলােচ্য বিষয় কী?
ভাষা-নিরপেক্ষ বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত এবং ধ্বনিতরঙ্গগত বিচারবিশ্লেষণ করাই ধ্বনিবিজ্ঞানের আলােচ্য বিষয়।
বাগধ্বনি কাকে বলে?
কথ্যভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একককেই বলা হয় বাগধ্বনি।
ভাষাবিজ্ঞানে বাগধ্বনি নিয়ে আলােচনা করা হয় কোন্ দুটি শাখায়?
ধ্বনিবিজ্ঞান এবং ধ্বনিতত্ত্ব-এই দুটি শাখায় বাগধ্বনি নিয়ে আলােচনা করে ভাষাবিজ্ঞান।
বাগধ্বনি কত ধরনের হয়?
বাগধ্বনি বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি—এই দুই ধরনের হয়।
বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ কী কী?
বিভাজ্যধ্বনির দুটি মূল ভাগ হল—স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
মান্য বাংলা ভাষায় ক-টি স্বরধ্বনি ও ক-টি ব্যঞ্জনধ্বনি আছে?
মান্য বাংলা ভাষায় ৭টি মৌলিক স্বরধ্বনি এবং ৩০টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে।
বাংলা ভাষায় কটি অর্ধস্বরধ্বনি আছে?
বাংলা ভাষায় ই, উ, এ (য়) এবং ও—এই চারটি অর্ধস্বরধ্বনি আছে।
বাংলা ভাষায় কটি মৌলিক স্বরের অনুনাসিক উচ্চারণ হয়?
বাংলা ভাষায় অ, আ, ই, উ, এ, ও, অ্যা—এই সাতটি মৌলিক স্বরেরই অনুনাসিক উচ্চারণ হয়।
বাংলা ভাষায় ৩০টি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোন দুটির অস্তিত্ব নিয়ে ভাষাবিজ্ঞানীদের মধ্যে বিতর্ক আছে?
‘স’ ও ‘ঢু’—এই দুটি ব্যঞ্জনের অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে।
কোন্ বিশেষ ধরনের ধ্বনির জন্য নির্দিষ্ট কোনাে চিহ্ন নেই বাংলায়?
অর্ধস্বরগুলির জন্য বাংলায় নির্দিষ্ট কোনাে চিহ্ন নেই।
ধবনিমূল কাকে বলে?
কোনাে ভাষার প্রতিটি ধ্বনিকেই বলা হয় ধ্বনিমূল। প্রতিটি ধ্বনিমূলেরই প্রতিবেশ অনুযায়ী উচ্চারণ বৈচিত্র্য দেখা যায়।
সহধ্বনি কাকে বলে?
কোনাে ধ্বনিমূল পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির প্রভাবে (অর্থাৎ প্রতিবেশগত কারণে) যে একাধিক রূপে উচ্চারিত হয় সেগুলির প্রত্যেকটি হল সহধ্বনি। যেমন, ‘ল’ ধ্বনিমূলের তিনটি সহধ্বনি আছে।
পরিপূরক অবস্থান কাকে বলে?
উচ্চারণগতভাবে সদৃশ ধ্বনিগুলি পরস্পর পরস্পরের উচ্চারণস্থানে উচ্চারিত না হয়ে স্ব স্ব প্রতিবেশে উচ্চারিত হলে তাদের অবস্থানকে পরিপূরক অবস্থান বলে।
মুক্ত বৈচিত্র্য কী?
শব্দের কোনাে একটি ধ্বনি অভ্যাস বা সামর্থযগত কারণে সদৃশ অন্য ধ্বনিতে উচ্চারিত হয়ে শব্দটির একই অর্থ বজায় রাখলে সেই উচ্চারণ ভেদকে বলে ধ্বনির মুক্ত বৈচিত্র্য। গাড় > গাঢ়।
দ্বিস্বর ধ্বনি কী প্রকার সমাবেশে তৈরি হয়?
মৌলিক স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দ্বিস্বরধ্বনি।
ব্যঞ্জন-ব্যঞ্জন সমাবেশে কোন্ দুই প্রকার যুগ্ম ধ্বনি তৈরি হয়?
ব্যঞ্জন-ব্যঞ্জন সমাবেশে গুচ্ছ ধ্বনি এবং যুক্ত ধ্বনি—এই দুই প্রকার যুগ্ম ধ্বনি তৈরি হয়।
গুচ্ছ ধবনি কাকে বলে?
শব্দমধ্যে স্বরধ্বনি না-থাকা একাধিক ব্যঞ্জন একাধিক দল (Syllable)-এর অন্তর্ভুক্ত থাকলে সেই যুগব্যঞ্জনকে গুচ্ছ ধ্বনি বলে। ‘উত্তর’ শব্দের ‘ক্ত’ (ত+ত) হল গুচ্ছ ধ্বনি।
যুক্ত ধ্বনি বলতে কী বােঝ?
শব্দের আদিতে বা শেষে স্বরধ্বনি না থাকা একাধিক ব্যঞ্জন একই দল (Syllable)-এর অন্তর্ভুক্ত থাকলে সেই যুগ্ম ধ্বনিকে বলে যুক্ত ধ্বনি। যেমন, প্রাণ-এর প্র ও ট্যাক্স-এর ক্স।
বাংলা ভাষায় দুই ব্যঞ্জনের গুচ্ছ ধ্বনির সংখ্যা কত?
বাংলা ভাষায় দুই ব্যঞ্জনের গুচ্ছ ধ্বনির সংখ্যা ২০০রও বেশি।
চার ব্যঞ্জনের গুচ্ছ ধ্বনি দিয়ে তৈরি একটি শব্দের উদাহরণ দাও।
চার ব্যঞ্জনের গুচ্ছ ধ্বনি দিয়ে তৈরি একটি শব্দ হল ‘সংস্কৃত’।
তিন ব্যঞ্জনে তৈরি বাংলা গুচ্ছ ধ্বনির সংখ্যা এবং বিশেষ বৈশিষ্ট্যটি লেখাে।
তিন ব্যঞ্জনে তৈরি বাংলা গুচ্ছ ধ্বনির সংখ্যা ৮ এবং এক্ষেত্রে তৃতীয় ব্যঞ্জনটি সর্বদা ‘র’ হয়। যেমন—অস্ত্র।
বাংলা ভাষায় শব্দের শুরুতে কতগুলি যুক্তধ্বনি ব্যবহৃত হতে পারে?
বাংলা ভাষায় শব্দের শুরুতে (২৮+১৮+১)টি অর্থাৎ ৪৭টি যুক্ত ধ্বনি ব্যবহৃত হতে পারে।
অবিভাজ্য ধ্বনি কাকে বলে?
ভাষার যেসব উপাদান একাধিক ধ্বনিখণ্ড জুড়ে তৈরি হলেও সেই ধ্বনিখণ্ডগুলিকে কোনােভাবেই খণ্ডিত করা যায় না, তাদের অবিভাজ্য ধ্বনি বলে।
শ্বাসাঘাত কাকে বলে?
একাধিক দলযুক্ত শব্দের কোনাে একটি দলে বা একদল শব্দে যদি বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয়, তবে তাকে বলা হয় শ্বাসাঘাত।
শ্বাসাঘাতকে কেন অবিভাজ্য ধ্বনি বলা হয়?
শব্দ মধ্যে কখনােই একক ধ্বনিতে শ্বাসাঘাত, পড়ে না, পুরাে দল জুড়ে পড়ে বলেই এটি অবিভাজ্য ধ্বনি।
দৈর্ঘ্য কী?
কোনাে স্বরধ্বনি যদি অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে উচ্চারণ করা হয়, তবে তাকে বলে দৈর্ঘ্য। একদলশব্দের স্বরের দৈর্ঘ্য বেশি থাকে।
যতি কী?
শব্দমধ্যে দলশেষে যদি অপেক্ষাকৃত দীর্ঘ ছেদ নেওয়া হয়, তবে সেই অপেক্ষাকৃত দীর্ঘ দলশেষ-ছেদকে বলা হয় যতি।
সুরতরঙ্গ কী ?
বাক্যে সুরের ওঠাপড়াকে সুরতরঙ্গ বলে।
মৌলিক স্বরধ্বনি কাকে বলে? একটি উদাহরণ দাও।
যেসব স্বরধ্বনিকে কোনােভাবেই ভাগ করা যায় না, সেইসব অবিভাজ্য স্বরধ্বনিকে বলা হয়, মৌলিক স্বরধ্বনি। যেমন—“অ”।
ন্যূনতম শব্দজোড় বলতে কী বােঝ ?
দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম (একটি মাত্র) পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়। যেমন ‘আম’ ও ‘জাম’।
প্রধান চারটি অবিভাজ্য ধ্বনি কী কী?
প্রধান চারটি অবিভাজ্য ধ্বনি হল শ্বাসাঘাত, দৈর্ঘ্য, যতি ও সুরতরঙ্গ।
বাংলা ঘােষ মহাপ্রাণ ধ্বনিগুলি কী কী?
বাংলা ঘােষ মহাপ্রাণ ধ্বনিগুলি হল—ভ, ধ,, ঝ, ঘ।
বাংলা উষ্ম ধ্বনিগুলি কী কী?
বাংলা উম্ম ধ্বনিগুলি হল—শ, স্, হ।
বাংলা নাসিক্য ধ্বনিগুলি কী কী?
বাংলা নাসিক্য ধ্বনিগুলি হল ঙ, ম, ন।
বাংলা কম্পিত ধ্বনিটি কী?
বাংলা কম্পিত ধ্বনিটি হল—’র’।
বাংলা তাড়িত অল্পপ্রাণ ধ্বনিটি কী ?
বাংলা তাড়িত অল্পপ্রাণ ধ্বনিটি হল—‘ড়’।
বাংলা তাড়িত মহাপ্রাণ ধনিটি কী?
বাংলা তাড়িত মহাপ্রাণ ধ্বনিটি হল—‘ঢ়’।
বাংলা পার্শ্বিক ধ্বনিটি কী ?
বাংলা পার্শ্বিক ধ্বনিটি হল -ল।
বাংলা কোন কোন স্বরধ্বনি শব্দের আদ্য, মধ্য ও অন্ত্য—সব অবস্থানেই উচ্চারিত হয়?
বাংলা ই, উ, ও, এ, আ—এই পাঁচটি স্বরধ্বনি শব্দের আদ্য, মধ্য ও অন্ত্য সব অবস্থানেই উচ্চারিত হয়।
শব্দান্তে উচ্চারিত হয় না কোন্ স্বরধ্বনি?
শব্দান্তে উচ্চারিত হয় না বাংলা ‘অ’ স্বরধ্বনি।
শব্দের অন্ত্য অবস্থানে উচ্চারিত হয় না কোন্ ব্যঞ্জন দুটি ?
শব্দের অন্ত্য-অবস্থানে উচ্চারিত হয় না ‘ড’ ও ‘ঢ’ ব্যঞ্জনদ্বয়।
ফুসফুসকে বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত করার কারণ কী?
ফুসফুস-নির্গত নিশ্বাসবায়ুর সাহায্যে আমরা কথা বলি বলে ফুসফুসকে বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত করা হয়।
মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত?
মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ৭ (সাত) টি এবং ব্যঞ্জনধ্বনি ৩০ (তিরিশ) টি।
Leave a comment