মিলিমিটার এর ভগ্নাংশ পরিমাণ দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়।
মূল স্কেলের সাহায্যে সাধারণত 1 মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায়।
কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়।
যেমনঃ ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা 0.1mm, 0.2mm, 0.5mm ইত্যাদি দৈর্ঘ্য নির্ভুলভাবে পরিমাপ করতে পারি।
Leave a comment