মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আরও একটি স্কেল ব্যবহার করা হয় তাকে ভার্নিয়ার স্কেল বলে।
ভার্নিয়ার স্কেল ফরাসি গণিতশাস্ত্রবিদ পিয়ারে ভার্নিয়ার এই স্কেলটি আবিষ্কার করেন।
ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়ঃ
দৈর্ঘ্য= (প্রধান স্কেল পাঠ) + (ভার্নিয়ার স্কেল পাঠ) x (ভার্নিয়ার ধ্রুবক) – (±যান্ত্রিক ত্রুটি)।
Leave a comment