প্রশ্নঃ ভারত কী একটি কল্যাণমূলক রাষ্ট্র? সংক্ষেপে বর্ণনা কর।

অথবা, ভারত কী একটি কল্যাণমূলক রাষ্ট্র? সংক্ষেপে লিখ।

ভূমিকাঃ আধুনিক গণতান্ত্রিক জনকল্যাণকর রাষ্ট্রগুলােতে জনসাধারণের ভালাে-মন্দ ও সুখ-শান্তির সামগ্রিক দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হয়। এই কারণে আধুনিক জনকল্যাণকর রাষ্ট্রকে বিভিন্ন ক্ষেত্রে বহুবিধ দায়িত্ব সম্পাদন করতে হয়। অতীতে রাষ্ট্রের প্রধানতম লক্ষ্য ছিল শাসকশ্রেণীর স্বার্থ সংরক্ষণ করা।

ভারত কী একটি কল্যাণমূলক রাষ্ট্রঃ কল্যাণমূলক রাষ্ট্রে সরকার বেকার ভাতা প্রদান করে, অর্থনীতিকে পুরােপুরি নিয়ন্ত্রণ করে, কিন্তু ভারতে তা পুরোপুরি লক্ষণীয় নয়। তবুও সরকার কিছু কিছু জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েছে, তা বিবেচনায় আবার কল্যাণমূলকও বলা চলে। নিম্নে সরকার কর্তৃক গৃহীত জনকল্যাণমূলক কাজের বর্ণনা প্রদত্ত হলাে-

(১) জনসেবামূলক কার্য সম্পাদনঃ রাস্তাঘাট ও রেলপথ নির্মাণ, হাসপাতাল, মাতৃসদন ইত্যাদি প্রতিষ্ঠা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থাসহ আরাে অনেক সেবামূলক কাজ ভারত সরকার জনগণের কল্যাণের জন্য করে থাকে।

(২) সামাজিক নিরাপত্তাঃ শ্রমিকদের জন্য বিভিন্ন দুর্ঘটিনা ও নারীদের আপদকালীন সময়ের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আছে। সরকারি কর্মচারীদের জন্য পারিবারিক ভাতা, দলীয় বীমা ও কল্যাণ তহবিলের ব্যবস্থা আছে।

(৩) ছাত্রীবৃত্তি ও বেতন মওকুফঃ রাজ্য ভেদে সরকার দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বেতন মওকুফ করেছে ও মাধ্যমিক স্তরে ছাত্রীদের জন্য পর্যায়ক্রমে বৃত্তি দেয়ার ব্যবস্থা করেছে।

(৪) সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাঃ ভারত সরকার জাতি, ধর্ম, বর্ণ, গােত্র, নারী-পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সমান দৃষ্টি রেখে শােষণ, জুলুম ও অন্যায় অত্যাচারের হাত থেকে সকলকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে।

(৫) পর্যাপ্ত চিকিৎসা সেবাঃ কল্যাণমূলক রাষ্ট্র পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা প্রদান করে, তেমনটি আমাদের চিকিৎসা সেবা তুলনামূলক কম হলেও একেবারে কম নয়।

(৬) বেকার সমস্যার সমাধানঃ কল্যাণমূলক রাষ্ট্র রাষ্ট্রের প্রত্যেক জনগণের জন্য কর্মের ব্যবস্থা করে। তেমনি ভারত সরকার নতুন নতুন কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে বেকার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

(৭) গণতান্ত্রিক দেশঃ ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। আর কল্যান রাষ্ট্রের প্রধান শর্ত হলো গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা থাকা।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, নিঃসন্দেহে ভারত একটি কল্যাণমূলক রাষ্ট্র। ভারত মূলত অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন ইত্যাদির বিরুদ্ধে সংগ্রাম করে প্রকৃত কল্যাণসাধনের লক্ষ্যেই প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু বিশাল দেশ ভারতে হাজারাে সমস্যা ও অসামর্থ্যের কারণে সে লক্ষ্য পরােপুরি বাস্তবায়ন সম্ভবপর হয়ে ওঠেনি।