নিরক্ষরতা দুর্ভাগ্যের প্রসূতি।

ভাব-সম্প্রসারণ : অক্ষরজ্ঞানের অভাবকেই নিরক্ষরতা বলে অভিহিত করা হয়। শিক্ষা মানুষকে বুদ্ধির গভীরতা দান করে এবং দৃষ্টিভঙ্গির উদারতা বৃদ্ধি করে। অন্যদিকে, নিরক্ষরতা মানুষকে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের পথে পরিচালিত করে। তাই নিরক্ষরতা জাতির জন্য মারাত্মক অভিশাপ । নিরক্ষর ব্যক্তি সমাজে বঞ্চিত ও জাতির কাছে অপাংক্তেয়; জাতীয় জীবনে সে উন্নয়নে অন্তরায়স্বরূপ। শিক্ষা ছাড়া পৃথিবীতে সুষ্ঠুভাবে বেঁচে থাকার কোনাে উপায় নেই। মানুষকে যথার্থ মানুষ হতে হলে জ্ঞানার্জন অনিবার্য। আর এই জ্ঞান অর্জনের জন্য প্রয়ােজন শিক্ষার। তাই মানবজীবনে শিক্ষার স্থান সবার ঊর্ধ্বে। শিক্ষা ব্যতীত ব্যক্তি ও জাতীয় জীবনের উন্নতির কোনাে উপায় নেই। পৃথিবীতে জ্ঞান-সম্পদ জীবনের মতােই মহামূল্যবান। প্রাণ ছাড়া দেহের যেমন মূল্য নেই, তেমনি শিক্ষা ছাড়া জীবনেরও কোনাে মূল্য নেই। যে ব্যক্তি শিক্ষা থেকে বঞ্চিত তার মনুষ্যজীবন ব্যর্থ। তাকে চরম দুর্ভোগের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। জ্ঞান-বিজ্ঞানের আলােয় আলােকিত নয় বলে সে চোখ থাকতেও অন্ধের মতাে বিশ্বের সঙ্গে সম্পর্কহীন জীবনযাপন করে। আধুনিক বিশ্বে অক্ষরজ্ঞানহীন ব্যক্তি সম্পূর্ণ অচল, স্থবির। দারিদ্র্যই তাদের জীবনের স্বাভাবিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। দারিদ্র্য ও দুঃখ-কষ্ট থেকে পরিত্রাণের পথ যে জানে না বলে জীবনযন্ত্রণার জাতাকলে তাকে ধুকে ধুকে মরতে হয়। নিরক্ষরতার গ্লানি বয়ে বেড়ানােই এদের একমাত্র নিয়তি। শুধু ব্যক্তিজীবনেই নয়, জাতীয় জীবনেও নিরক্ষরতা দুর্ভাগ্য নিয়ে আসে। জাতি যদি নিরক্ষর হয়, তবে দেশের অগ্রগতি ব্যাহত হয় এবং নানা সমস্যা সৃষ্টি হওয়ায় জাতীয় জীবন হয়ে ওঠে দুর্বিষহ। অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত নিরক্ষর জনগােষ্ঠী তাই জাতির জন্য বােঝাস্বরূপ। বস্তুত শিক্ষা উন্নয়ের চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোনাে জাতিই উন্নতি লাভ করতে পারে না। যেদেশের লােক যত বেশি শিক্ষিত, সেদেশ তত বেশি উন্নত । শিক্ষার আলাে না পেলে ব্যক্তি মানুষ যেমন বিকশিত হয় না, তেমনি দেশ ও সমাজ উন্নত হতে পারে না। শিক্ষা-বিবর্জিত মানুষ জাতিকে পিছিয়ে দেয়, জাতিকে নজ, গর্বহীন ও দীপ্তিহীন জনগােষ্ঠীতে পরিণত করে। বস্তুত শিক্ষার প্রসারই পারে সব কুসংস্কার, জড়তা দূর করে জাতিকে গতিশীল করতে। তাই একটি উন্নত দেশের জন্য শিক্ষিত জনশক্তি অনস্বীকার্য। নিরক্ষরতার অভিশাপ মনুষ্যত্বের বিকাশ রুদ্ধ করে। পৃথিবীতে মূখের কোনাে স্থান নেই। অক্ষরজ্ঞানহীন মূখের নিজের জীবন যেমন ব্যর্থতায় পর্যবসিত হয় তেমনি তারা জাতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তাই ব্যক্তি ও জাতীয় জীবনে উন্নতি ও অগ্রগতির জন্য সর্বস্তরে শিক্ষার আলাে ছড়িয়ে দেওয়া একান্তভাবে আবশ্যক।