ভাটিয়ালি নদীমাতৃক বাংলাদেশের অন্যতম প্রধান লােকসংগীত হিসেবে পরিগণিত হয়ে থাকে। ভাটিয়ালি গানে মাঝি-মাল্লা, কৃষকের, মেহনতি মানুষের দুঃখ-সুখ, আশা-আকাঙ্ক্ষা, কামনা-ভালােবাসা, প্রেমভক্তির পরিচয় নিবিড়ভাবে ফুটে উঠেছে। তত্ত্বভারমুক্ত এই গানগুলি সুপ্রাচীন কাল থেকে পূর্ববঙ্গের মৈমনসিংহ, ঢাকা, ফরিদপুরের লােককবিদের রচিত ভাটিয়ালি সুরের প্রক্ষেপে গড়ে উঠেছে। সুরটির নাম ভাটিয়ালি; যা পরবর্তীকালে গানগুলিরও পরিচায়ক হয়ে উঠেছে। অঞ্চলবিশেষে এই সুরের পাঁচটি ধাঁচ- সুষঙ্গ, ভাওয়াইল্যা, বিক্রমপুইরা, বাখরগঞ্জা, গােপালগঞ্জা -যা নির্ভর করে গায়কের কণ্ঠস্বর, উচ্চারণভঙ্গি ও শিক্ষার উপরে। প্রতিটি ধাঁচে রয়েছে চারটি লহর বা টান: ‘বিচ্ছেদ লহর’, ‘সারী লহর’, ‘ঝাপ লহর’ ও ‘ফেরুসাই লহর’। এই লহর বা টান নির্ভর করে গানের ছন্দ রচনার উপর। এগুলির মধ্যে ‘বিচ্ছেদ লহর’ করুণরসাত্মক গানে একক কণ্ঠে, ‘সারী লহর’ হাস্যরসাত্মক গানে। দলবদ্ধভাবে, ‘ঝাপ লহর’ করুণরসাত্মক ছাড়া অন্য গানে মানানসই। এই তিনটি লহর ছাড়া বাকী সবই ‘ফেবুসাই লহর’ নামে পরিচিত।


গঠনভঙ্গির যে বৈশিষ্ট্য ভাটিয়ালিতে লক্ষ করা যায়, তা হল (১) দু-তিনটি শব্দ নিয়ে একটি শব্দগুচ্ছ এক একবারে উচ্চারিত হয়ে থাকে। (২) এই উচ্চারণের পরেই দীর্ঘ টান থাকে। উচ্চারণের শেষ বর্ণটি দীর্ঘ হয়। (৩) আরম্ভেই তা প্রধানত চড়াসুরের দিকে চলে যায়, তারপর কখনাে ধীর মন্দাক্রান্তালয়ে অথবা দ্রুত ছন্দে নেমে আসে ও বিশ্রাম লাভ করে। (৪) ভাটিয়ালিতে যন্ত্রানুষঙ্গ খুব একটা ব্যবহৃত হতে দেখা যায় না। এই গানে বৈঠার জল টানা শব্দ, নদীর ঢেউয়ের শব্দ, ছন্দ পেটানাের হাতুড়ির শব্দের পাশাপাশি বেহালা, বাঁশি বা সারিন্দার প্রয়ােগ লক্ষ করা যায়।


বাংলা লােকসংগীতের ধারায় সারিগানের ভূমিকা বিশ্লেষণ করাে। 

ঝুমুর গান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

বাউল সংগীত সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

জারিগান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

জারিগান ও জারিনাচ সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

বাংলা গানের ইতিহাসে মান্না দের অবদান আলােচনা করাে। 

বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে পাল রাজবংশের পরিচয় দাও। 

পালযুগের চিত্রকলার পরিচয় দাও। 

বাংলাদেশে সুলতানি শাসনকালের চিত্রকলার পরিচয় দাও। 

বাংলার চিত্রকলার ইতিহাসে মুরশিদাবাদ শৈলীর গুরুত্ব ও অবদান আলােচনা করাে। 

কোম্পানি শৈলীর মুরশিদাবাদ পর্বের পরিচয় দাও। 

কোম্পানি শৈলী : কলকাতা পর্বের পরিচয় লিপিবদ্ধ করাে।