ভলকানাইজিং : রাবারের তৈরি জিনিসপত্র শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে রাবারের সাথে সালফার মেশানোকে ভলকানাইজিং বলে।
শিলা :
ভূত্বক : পৃথিবীর উপরিভাগের মাটির আবরণকে ভূত্বক বলে।
চিনামাটি বা চায়না ক্লে : কেওলিন বা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটি সিরামিক কারখানায় ব্যবহার করা হয়। চীন দেশের মানুষ প্রথম এই মাটি ব্যবহার করত বলে একে চিনামাটি বা চায়না ক্লে বলে।
Leave a comment