আকরিক থেকে স্ববিজারন প্রক্রিয়ায় কপার নিষ্কাশনের জন্য বেসিমারকরণ প্রক্রিয়ায় বিগলিত কপার ছাঁচে শীতল হতে থাকলে দ্রবীভূত সালফার ডাই অক্সাইড গ্যাস বের হয়ে আসে ও কপারের গায়ে ফোস্কার মতো দাগ পড়ে। এজন্য এই কপারকে ব্লিস্টার কপার বলা হয়। ব্লিস্টার কপারে 98% কপার থাকে।