ব্লিচিং পাউডার {Ca(OCl)Cl} পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস এসিড (HOCl) উৎপন্ন করে।
এরপর এই হাইপোক্লোরাস এসিড বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন করে।
Ca(OCl)Cl + H₂O —–> HOCl + Ca(OH)₂
HOCl ——-> [ O ] + HCl
ব্লিচিং পাউডার {Ca(OCl)Cl} এর রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড।
Ca(OH)₂ এরমধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডার উৎপন্ন।
Ca(OH)₂ + Cl₂ ——–> Ca(OCl)Cl + H₂O
Leave a comment