ব্যুরেট হচ্ছে একটি দাগ কাটা সুষম ছিদ্রবিশিষ্ট কাঁচনল। যার উপরের মুখটি খোলা এবং নিচের মুখে জেট নলের কিছু উপরে একটি স্টপকর্ক যুক্ত থাকে। তাকে ব্যুরেট বলে।

ব্যুরেটের গায়ে ml এককে দাগ কাটা থাকে। রসায়ন পরীক্ষাগারে আয়তনিক বিশ্লেষণে ব্যুরেট ব্যবহার করা হয়। ব্যুরেটের সাহায্যে 0.1ml পর্যন্ত আয়তন সঠিকভাবে পরিমাপ করা যায়। 

রসায়ন পরীক্ষাগারে সাধারণত 50ml আয়তনের ব্যুরেট ব্যবহার করা হয়। আয়তনিক বিশ্লেষণে টাইট্রেশন ক্রিয়া সম্পন্ন করতে ব্যুরেট ব্যবহার করা হয়। 

সাধারণত ব্যুরেটে যে দ্রবণ নেওয়া হয় তাকে টাইটার বলে।