আয়তন মাত্রিক বিশ্লেষণে টাইট্রেশন ক্রিয়া সম্পন্ন বা দ্রবণ স্হানান্তর করতে ব্যুরেট ব্যবহার করা হয়।
সাধারণত বিভিন্ন আয়তনের ব্যুরেট পাওয়া যায়। তবে রসায়ন পরীক্ষাগারে 50ml আয়তনের ব্যুরেট ব্যবহার করা হয়।
ব্যুরেট ব্যবহারের পূর্বে এটিকে ভালো করে সাবান পানি দিয়ে পরিষ্কার করে ট্যাপের পানি দ্বারা এবং সবশেষে পাতিত পানি দ্বারা ধুয়ে নিতে হবে।ব্যুরেট পরিষ্কার করতে ক্রোমিক অ্যাসিডও ব্যবহার করা যেতে পারে।ব্যুরেট ব্যবহারের সময় যে দ্রবণটি ব্যুরেটে নিতে হবে সে দ্রবণ দ্বারা ব্যুরেট রিন্স করে নিতে হবে।
এরপর ব্যুরেটকে স্ট্যান্ডের সাথে ক্ল্যাম্প দ্বারা সোজা করে আটকাতে হবে। তারপর ব্যুরেটের উপরের খোলামুখে একটি ফানেল বসিয়ে প্রয়োজনীয় দ্রবণটি ব্যুরেটে নিতে হবে।
ব্যুরেটে যে দ্রবণটি নেওয়া হয় সে দ্রবনকে টাইটার বলে।
এরপর ব্যুরেটের স্টপকর্ক খুলে দিয়ে কিছু দ্রবন বের করে দিতে হবে। যেন ব্যুরেটের সরু নলের মধ্যে কোন বুদবুদ না থাকে।
তারপর ব্যুরেটের প্রাথমিক পাঠ খাতায় লিপিবদ্ধ করার পর প্রয়োজনীয় আয়তনের দ্রবণ ব্যুরেট থেকে কনিক্যাল ফ্লাস্ক বা অন্য পাত্রে স্থানান্তর করতে হবে।
এভাবে নির্দিষ্ট আয়তনের দ্রবণ স্থানান্তর করতে বা টাইট্রেশন ক্রিয়া সম্পন্ন করতে ব্যুরেট ব্যবহার করা হয়।
Leave a comment