নির্দিষ্ট তাপমাত্রায় কোন পদার্থের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক।
কোন পদার্থের ব্যাপন হার ‘ r ‘ এবং ঘনত্ব ‘d ‘ হলে দেখানো যায় ,
r α 1 / √d
অর্থাৎ কোন পদার্থের ঘনত্ব বেশি হলে ব্যাপন হার কম হবে এবং ঘনত্ব কম হলে ব্যাপন হার বেশি হবে।
সুতরাং ব্যাপন ও ঘনত্ব পরস্পরের ব্যস্তানুপাতিক।
Leave a comment