প্রশ্নঃ ব্যাংক সমন্বয় বিবরণী কি?
ব্যাংক সমন্বয় বিবরণী (Concept of Bank Reconciliation Statement): ব্যাক্তি বা প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট দিনে নগদান বহির ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণ বিশ্লেষণপূর্বক যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে।
কোনো নির্দিষ্ট দিনে নগদান বহি এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত সমান হওয়ার কথা। কিন্তু বিভিন্ন কারণে বা ̄বাস্তবে এ দুটি বহির উদ্বৃত্ত সমান হয় না। এ উদ্বৃত্তসমূহের মিলকরণের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়।
সাধারণত প্রত্যেক মাসের শেষে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। এ বিবরণী থেকে জানা যায়-
– নগদান বই এর জের ও ব্যাংক বিবরণীর জেরের মধ্যে গড়মিলের কারণ।
– কোনো অনানুমোদিত প্রাপ্তি বা প্রদান আছে কিনা?
– ব্যাংক বিবরণীতে বা নগদান বইতে কোনো ভুল আছে কিনা?
– ব্যাংকে আমানতকারীর প্রকৃত জেরের পরিমাণ।
Leave a comment