প্রশ্নঃ ব্যক্তির সামাজিকীকরণে খেলার সাথীর ভূমিকা সংক্ষেপে বর্ণনা কর।

অথবা, ব্যক্তির সামাজিকীকরণে খেলার সাথীর ভূমিকা সংক্ষেপে আলােচনা কর।

ভূমিকাঃ সমাজের বসবাস উপযােগী উপাদানে পরিণত হওয়াকে সামাজিকীকরণ বলা হয়ে থাকে। সামাজিকীকরণ সমাজজীবনের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। এটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, তাই এটিকে Life long process বলে অভিহিত করা হয়ে থাকে। এই প্রক্রিয়া মানুষের ব্যক্তিত্বকে সমাজজীবনে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। মূলত সামাজিকীকরণ একটি সামাজিক শিক্ষণ প্রক্রিয়া।

ব্যক্তির সামাজিকীকরণে খেলার সাথীর ভূমিকাঃ শিশুরা যখন বড় হতে থাকে তখন তারা সমবয়সী বন্ধুদের সাথে বেশি সময় কাটায়। সমবয়সীদের বয়স, স্বার্থ, জীবন ইতিহাস সাধারণত একই রকম হয়ে থাকে। সমবয়সীদের প্রভাব বাড়তে থাকায় মাতা-পিতার প্রভাব কমে আসে। আমেরিকার বিদ্যালয়গামী শিশুরা তাদের সমবয়সীদের সাথে বেশি সময় কাটায় এবং তাদের অনেকেই এ ধরনের সময় কাটানাে পছন্দ করে। সমবয়সীদের অন্তর্ভুক্ত হওয়াকে অনিচ্ছাকৃত এবং সুচিন্তিত নয়- এ ধরনের সামাজিকীকরণের মধ্যে ফেলে দেয়। এখানে শিশু তার সমকক্ষতার ভিত্তিতে তার পছন্দমতাে সঙ্গীদের বেছে নিতে পারে এবং সম্পর্ক স্থাপন করে। পরিবার বা বিদ্যালয়ে যেসব সম্পর্ক নিষিদ্ধ ছিল, শিশু এখানে তা পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে এবং তাতে করে তারা উক্ত প্রতিষ্ঠান দু’টি কর্তৃক প্রদত্ত নিয়ম অমান্য করতে উৎসাহ হতে পারে এবং পৃথক স্বকীয়তা ও ভূমিকা প্রদর্শন করতে পারে, যা অনেক ক্ষেত্রে সমাজ অনুমােদিত হয় না। বয়ঃসন্ধিকালে সমবয়সীদের প্রভাব চরমভাবে দেখা যায়। তখনই এই তরুণরা নিজেদের রুচি, পােশাক, প্রতীক ইত্যাদির ক্ষেত্রে নিজেদের মতাে করে স্বতন্ত্র উপসংস্কৃতি গড়ে তােলে। সমবয়সীদের মূল্যবােধের প্রতি যে ভালাে যে ভাব পােষণ করে তাকে তারা পছন্দ করে। পক্ষান্তরে বিরূপ মনােভাব পােষণ করলে তাকে তারা তিরস্কৃত করে বা দল থেকে বাদ দেয়। এভাবে সমবয়সীরা তাদের সামাজিক আচরণ ও ব্যক্তিত্বের ওপর জোরালাে প্রভাব ফেলে, যা নানাভাবে প্রভাব ফেলে। তথা- সহযোগিতার মনোভাব অর্জন করে। সমবয়সীদের সাথে মিশে চলে। এ মূল্যবােধের প্রতি সংবেদনশীল হয়। সমাজ থেকে উপযুক্ত মনােভাব ও ভূমিকা গ্রহণ করে। পিতা-মাতার প্রভাব থেকে নিজেকে মুক্ত করে স্বাধীনচেতা হতে শেখে এবং স্বাবলম্বি হয়।

পরিশেষঃ পরিশেষে বলা যায়, শিশু যে পরিবারে জনগ্রহণ করে সেই পরিবারের পরস্পরিক অবস্থার সাথে যুক্ত হয়ে নিজের সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পাদন করে থাকে। ব্যক্তির এই সামাজিকীকরণ প্রক্রিয়ার অঙ্গ হিসেবে খেলার সাথী, পরিবার, বিদ্যালয়, স্বীয় সমাজের সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক আলােচনায় এটা বলা যায় যে, ব্যক্তির সামাজিকীকরণে উপযুক্ত মাধ্যমগুলাে খুবই কার্যকর। এই মাধ্যম ব্যতিত ব্যক্তির সামাজিকীকরণ কখনই সম্ভবপ হতাে না।