প্রশ্নঃ ব্যক্তির ক্ষেত্রে নৈতিক প্রগতির শর্তাবলি লিখ৷
অথবা, ব্যক্তির ক্ষেত্রে নৈতিক প্রগতির কোন কোন শর্ত প্রযোজ্য?
অথবা, ব্যক্তির ক্ষেত্রে নৈতিক অগ্রগতির কি কি শর্ত রয়েছে?

ভূমিকাঃ ব্যক্তির আচরণকে বহুলাংশে নিয়ন্ত্রণ করে নৈতিক প্রগতি। নৈতিক প্রগতি মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে পূর্ণতা দানে সহায়তা করে। নৈতিক প্রগতি মানুষের লক্ষ্য অর্জনের পথ প্রদর্শক হিসাবে কাজ করে। তাই প্রত্যেক ব্যক্তির জন্য নৈতিক প্রগতি অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যক্তির ক্ষেত্রে নৈতিক প্রগতির শর্তাবলিঃ ব্যক্তির ক্ষেত্রে নৈতিক প্রগতির কিছু শর্ত রয়েছে। সেগুলো নিচে আলোচনা করা হলোঃ

১. বুদ্ধিবৃত্তির চর্চা করাঃ বুদ্ধিবৃত্তির চর্চা করা ব্যক্তির নৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। বুদ্ধি দ্বারা মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য বিচার করতে শেখে। আর এর মাধ্যমেই ব্যক্তি কুকর্মকে ত্যাগ এবং সৎ কর্মকে গ্রহণ করতে শেখে।

২. সৎ সংসর্গঃ সৎ সংসর্গের প্রভাব ব্যক্তির নৈতিক প্রগতি অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কথায় বলে ‘সৎ সঙ্গে সর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ।’ ব্যক্তি যদি সৎ লোকের সাথে মেলামেশা করে তবে তার নৈতিক প্রগতি অনেকাংশে ত্বরান্বিত করে।

৩. সদ গুণের অনুশীলনঃ এরিস্টটলের মতে, ‘সদগুণের অনুশীলন প্রয়োজন এবং এর মাধ্যমেই সৎ অভ্যাস গঠিত হয়।’ সদ গুণের অনুশীলনের মাধ্যমে ব্যক্তির নৈতিক প্রগতি বহুলাংশে ত্বরান্বিত হয়।

৪. আত্মসংযমঃ ব্যক্তির নৈতিক প্রগতি অর্জনে আত্মসংযম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যক্তির মধ্যে কামনা -বাসনা-হিংসা পরশ্রীকাতরতা প্রভৃতি দোষ থাকে। এগুলোকে দমন করতে না পারলে নৈতিক প্রগতি অর্জন সম্ভব হয় না। তাই নৈতিক প্রগতি অর্জন করতে হলে অবশ্যই ব্যক্তিকে আত্মসংযমী হতে হবে।

৫. মহৎ ব্যক্তিদের জীবনী পাঠ করাঃ মহৎ ব্যক্তিদের জীবনাচরণ সাধারণ মানুষের পথ প্রদর্শক হিসাবে কাজ করে । তাই মহৎ ব্যক্তিদের জীবনী পাঠ করা ব্যক্তির নৈতিক প্রগতি অর্জনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শর্ত।

৬. ধর্মীয় বিধি বিধান অনুসরণ করাঃ মানুষের জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন ধর্মগ্রন্থে উপদেশ দেওয়া আছে। ধর্মীয় ঐ আদেশ এবং বিধি বিধান পালন ব্যক্তির নৈতিক প্রগতি অর্জনের অন্যতম শর্ত।

উপসংহারঃ উপরের আলোচনার পরিশেষে বলা যায় যে, ব্যক্তি যে সমাজে বাস করে সেই সমাজের পারিপার্শ্বিক পরিবেশ ব্যক্তির নৈতিক প্রগতি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তি যে সমাজে বাস করে সেই সমাজে যদি সুষ্ঠু পরিবেশ বিদ্যমান থাকে। তবে ব্যক্তির নৈতিক প্রগতি দ্রুত বিকাশ লাভ করবে। আর যদি সামাজিক পরিবেশ কুলষিত হয় তবে ব্যক্তি উচ্ছন্নে যাবে।