উত্তর : বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদই রচিত হয়েছে ব্রজবুলি নামে পরিচিত কৃত্রিম বা মিশ্র ভাষায়। ব্রজবুলি শব্দের অর্থ মিশ্র ভাষা। মৈথিলি এবং বাংলা ভাষার মিশ্রণে এ ভাষার সৃষ্টি হয়েছে। পঞ্চদশ শতাব্দীতে এ ভাষার জন্ম। ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। নিচে ব্রজবুলি ভাষার ৫টি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো:

ব্রজবুলি ভাষার বৈশিষ্ট্য:

  1. ব্রজবুলি ভাষায় তিনটি শ, ষ, স এর পরিবর্তে একটি মাত্র ‘স’ ব্যবহৃত হয়েছে।
  2. অ-আ, ই-ঈ, উ-উ এর হ্রস্ব দীর্ঘ উচ্চারণে ও লিখিত বানানে খুবই শৈথিল্য ছিল।
  3. ব্যঞ্জনধ্বনি বর্জন এবং স্বরধ্বনির ব্যবহার প্রবণতা।
  4. ব্রজবুলি ভাষায় য এবং ব এর অন্তস্থ ইয়, ওয়া উচ্চারণ লোপ পেয়েছে।
  5. তৎসম এবং তদ্ভব শব্দের ব্যবহার বেশি।