বুদ্ধি কী


সেই সম্পর্কে মনােবিদদের মধ্যে মতভেদের অন্ত নেই। যার বুদ্ধি বেশি তার মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের গঠন এমন হয় যে, যে-কোনাে উদ্দীপকের দ্বারা সহজে উদ্দীপিত হতে পারে।

 বুদ্ধির কয়েকটি কাজ


বুদ্ধি এমন একটি মানসিক শক্তি যা আমাদের সাহায্য করে।

(1) কাজের উৎকর্ষতা বৃদ্ধিতে : বুদ্ধি কাজের উৎকর্ষতা বৃদ্ধি করে। 

(2) শিক্ষাগ্রহণে : অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে সাহায্য করে। 

(3) বৌদ্ধিক কাজের ক্ষেত্রে : প্রতিটি বৌদ্ধিক কাজের ক্ষেত্রে বুদ্ধির প্রয়ােজন হয়।

(4) অভিযােজনের ক্ষেত্রে : অভিযােজনের ক্ষেত্রে বুদ্ধি বিশেষ ভূমিকা নিয়ে থাকে।