জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব – কোন পত্রিকার আদর্শে প্রতিফলিত আলোচনা কর।
ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে ১৯২৭ খ্রিষ্টাব্দে ‘শিখা’ পত্রিকা প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন আবুল হোসেন। মূলত বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঢাকার সাহিত্যিক গোষ্ঠী মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। শিখা ছিল এদের বার্ষিক পত্র। পত্রিকাটি পর পর পাঁচ বছর প্রকাশিত হয়। পরবর্তী সম্পাদকদের মধ্যে ছিলেন ড. কাজী মোতাহার হোসেন, মোহাম্মদ আবদুর রশীদ ও আবুল ফজল।
‘শিখা’ পত্রিকা প্রকাশের সময় প্রকাশকের নিবেদন অংশে বলা হয়েছিল- “শিখার প্রধান উদ্দেশ্য বর্তমান মুসলমান সমাজের জীবন ও চিন্তাধারার গতির পরিবর্তন সাধন।” পত্রিকাটির উপর লেখা থাকত, “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।” শিখার রচনাবলিতে এ আদর্শ প্রতিফলিত হয়েছিল বলে পত্রিকাটি সে আমলে বিশেষ সাড়া জাগিয়েছিল। মুক্তবুদ্ধির চর্চাকে বাঙালি মুসলমান সমাজ ইতিবাচক দৃষ্টিতে না দেখলেও ‘শিখা’ পত্রিকা এক্ষেত্রে অগ্রণী ও সাহসী ভূমিকা পালন করে। তাছাড়া এর মাধ্যমেই বুদ্ধির মুক্তি আন্দোলনের সৃষ্টি হয়েছিল। ‘শিখা’ পত্রিকায় তাদের প্রবন্ধ, বক্তব্য ও মতামত প্রকাশ পাওয়ায় তা স্বতন্ত্র রূপ লাভ করে এবং শিখা গোষ্ঠী নামক পৃথক সাহিত্য গোষ্ঠীর জন্ম দিয়ে তা ইতিহাসে প্রসিদ্ধ লাভ করে।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।
Leave a comment