বিদ্যুৎ পরিবহনের জন্য পানি বা যে কোন দ্রবণে আয়নের উপস্থিতি থাকা আবশ্যক। কিন্তু বিশুদ্ধ পানি খুবই সামান্য পরিমাণে (৫৫০ মিলিয়ন পানির অণুর মধ্যে মাত্র একটি অণু) বিয়োজিত হয়ে H+ ও OH- আয়ন উৎপন্ন করে। আয়নের অতি নগন্য উপস্থিতির কারণে বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করে না।
অর্থাৎ বিশুদ্ধ পানি বিদ্যুৎ কুপরিবাহী।
Leave a comment