আমাদের বাপ্রবাহকে বিশ্লেষণ করলে তার অংশ-স্বরূপ যেসব ধ্বনিগত উপাদান পাই, সেগুলি দুরকমের। এর কতকগুলিকে সুস্পষ্টভাবে আলাদা আলাদা এককে ভাগ করা যায়। যাদের বলা হয় বিভাজ্য ধ্বনি (Segmental Sound)। যেমন— রাম যায়? উপরের বাক্যটি বিশ্লেষণ করলে আমরা পাব – র+ আ + ম য+ আ + য় ?
এই যে ছােটো ছােটো ধ্বনিগত উপাদান, এগুলির প্রত্যেকটিকে পৃথক পৃথক করে স্পষ্টভাবে স্বতন্ত্র এককরূপে ভাগ করা সম্ভব হল। আর র, আ, ম, য, য় এদের প্রত্যেকের ধ্বনিগত বৈশিষ্ট্য আছে বলে, এরা প্রত্যেকেই এক-একটি বিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি স্বর ও ব্যঞ্জন—এই দুই ভাগে বিভক্ত।
কিন্তু আমাদের বাপ্রবাহে এমন ধ্বনিও শােনা যায় যাকে এরকম সুস্পষ্ট আলাদা আলাদা এককে পৃথক করা যায় না, সেগুলিই হল অবিভাজ্য ধ্বনি (Supra-segmental sound)। যেমন—রাম যায় ?
বাক্যটিতে র, আ, ম ইত্যাদি বিভাজ্য ধ্বনিমূল ছাড়াও আর- একটা ধ্বনি আছে, সেটা হল সূক্ষ্ম সুরের প্রবাহ। বিষয়টা বর্ণযােগে বােঝা না গেলেও উচ্চারণের সময় বােঝা যায় যে, সেই সুরের প্রবাহ এই বাক্যের গােড়ায় ক্ষীণ কিন্তু বাক্যের শেষের দিকে তীব্র হয়েছে। অর্থাৎ, বাক্যের শেষের দিকটা সুর তীব্র হল বলে বা উপরে উঠে গেল বলেই বাক্যটা প্রশ্নসূচক অর্থ বহন করছে। কিন্তু শেষের দিকে সুরটা নীচে নেমে গেলে বাক্যটা সাধারণ বিবৃতিমূলক ইতিবাচক বাক্য হয়ে যেত। যেমন-রাম যায়।
এই যে সুর, একে আমরা বিভাজ্য ধ্বনির মতাে ছােটো ছােটো খণ্ডে ভাগ করতে পারি না, তাই এরা অবিভাজ্য ধ্বনি। সুর ছাড়াও শ্বাসাঘাত, দৈর্ঘ্য, যতি প্রভৃতিও অবিভাজ্য ধ্বনি।
উদাহরণ সহযােগে ধ্বনিমূলের অবস্থান (Distribution) ব্যাখ্যা করাে।
কয়েকটি পদ্ধতির সাহায্যে খুব সংক্ষেপে ভাষায় উচ্চারিত বিভিন্ন ধ্বনির মধ্যে ধ্বনিমূল ও সহধবনি শনাক্ত করাে।
অথবা, ভাষার ধ্বনিমূল এবং সহধ্বনি শনাক্তকরণের প্রধান তিনটি পদ্ধতির আলােচনা সংক্ষেপে করাে।
উদাহরণসহ ধ্বনিমূল এবং সহ ধ্বনির সম্পর্ক নির্ণয় করাে।
দুটি করে উদাহরণ-সহ গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনি-র পরিচয় দাও।
অবিভাজ্য ধ্বনি বলতে কী বােঝ? উদাহরণসহ অবিভাজ্য ধ্বনিগুলি সম্পর্কে আলােচনা করাে।
অথবা, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও।
উদাহরণসহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও।
যুক্ত ধবনি কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
অথবা, উদাহরণসহ যুক্ত ধ্বনির পরিচয় দাও।
বাংলা মৌলিক স্বরধ্বনিগুলির উচ্চারণ বৈশিষ্ট্য আলােচনা করাে।
জোড়কলম শব্দ সম্পর্কে আলােচনা করাে।
সমাস বলতে কী বােঝ? উদাহরণসহ বুঝিয়ে দাও। সমাসবদ্ধ পদের গঠনবৈশিষ্ট্য অনুযায়ী সমাসের ভাগগুলি উদাহরণসহ উল্লেখ করাে।
মুণ্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
ক্লিপিংস ও ক্র্যানবেরি রূপমূল কাকে বলে তা উদাহরণ-সহ আলােচনা করাে।
Leave a comment