প্রশ্নঃ বিবাদী কোন কোন পন্থায় আত্মপক্ষ সমর্থন করতে পারে?
বিবাদীর আত্মপক্ষ সমর্থনঃ বিবাদী নিম্নের যে কোন পন্থায় আত্মপক্ষ সমর্থন করতে পারেঃ
(১) আইনগত কর্তৃত্ব (Lawful authority): ওয়ারেন্ট দ্বারা কাউকে গ্রেফতার করলে কিংবা শান্তিভঙ্গের কারণে ওয়ারেন্ট বা গ্রেফতারী পরোয়ানা ব্যতীত কাউকে গ্রেফতার করলে বিবাদীকে দায়ী করা যায় না।
(২) যথার্থতাঃ গ্রেফতার করার কিংবা চলাফেরা নিষিদ্ধ করার যুক্তিসঙ্গত কারণ থাকলে কিংবা বিচার বিভাগের অনুমোদন থাকলে বিবাদী দায়ী হবে না ।
(৩) প্রয়োজনীয়তাঃ বিবাদী তার সম্পত্তি বা বসবাসকারীদের শরীর রক্ষার্থে যদি অন্যের চলাচল নিষিদ্ধ করে থাকে তবে এ নিষেধাজ্ঞার কারণে বাদীর চলাফেরার স্বাধীনতা ক্ষুণ্ণ হলে আত্মরক্ষা বা প্রয়োজনীয়তার কারণে বিবাদীকে অব্যাহতি দেয়া যায়৷
(৪) সম্মতিঃ বাদীর সম্মতিক্রমে বিবাদী যদি তাকে কয়েদকরণ করে থাকে তবে সেজন্য বিবাদীকে দায়ী করা যায় না।
Leave a comment