তােমার বাবা একটি ব্যাংকে চাকরি করেন। সম্প্রতি তােমার বাবার বদলি হয়েছে। তাই তােমাকেও তার সাথে চলে যেতে হবে। এজন্য তােমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন কর।
১৭.০৯.২০২৩
বরাবর
প্রধান শিক্ষক
কালিয়ান উচ্চ বিদ্যালয়, সখীপুর।
বিষয় : বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন।
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন ছাত্র। আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা। সম্প্রতি তাকে কক্সবাজার জেলা শহরে বদলি করা হয়েছে। তাই পরিবারের সবার সঙ্গে আমাকেও কক্সবাজার যেতে হচ্ছে। সেখানে নতুন করে ভর্তির জন্য এই বিদ্যালয়ের ছাড়পত্র প্রয়ােজন।
অতএব, অনুগ্রহপূর্বক আমাকে বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র দিয়ে বাধিত করবেন।
নিবেদক
তাহসিন আহমেদ
কালিয়ান উচ্চ বিদ্যালয়, সখীপুর
রােল নং- ১২, ৮ম শ্রেণি।
Leave a comment