প্রশ্নঃ বিচারিক কার্যক্রমে কিছু প্রশ্ন কেন করা যায় না?

উত্তরঃ বিচারিক কার্যক্রমে যে সকল প্রশ্ন করা যায় না: সাক্ষীকে ইচ্ছাকে প্রশ্ন করা যায়। মূল বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের উপর প্রশ্ন করা যাবে (ধারা-৫)। এর বাইরে কোন প্রশ্ন করা হলে আদালত হস্তক্ষেপ করতে পারেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন (ধারা ১৪৮)। কোন ব্যক্তির চরিত্রে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা খর্ব করার প্রয়াস থাকলে ধারা-১৪৮ হতে ধারা ১৫২ ধারা প্রয়োগ করে- আদালত সাক্ষীকে রক্ষা করতে পারেন। অশ্লিল প্রশ্ন করে সাক্ষীকে বিব্ৰত করা যাবে না- (ধারা ১৫১)। একইভাবে কাউকে বিরক্ত বা অপমান করার উদ্দেশ্যে প্রশ্ন করা যাবে না (ধারা ১৫২)। বিবাহকালীন সময় কালে স্বামী-স্ত্রীর মধ্যকার কোন তথ্য সম্পর্কে প্রশ্ন করা যাবে না (ধারা ১২২)।

রাষ্ট্রীয় গোপন তথ্য কিংবা গোপনীয় কোন চিঠিপত্র সম্পর্কে প্রশ্ন করা যাবে না (১২৩ ও ১২৪ ধারা)। ম্যাটিষ্ট্রেট, পুলিশ কিংবা রাজস্ব অফিসারকে তাদের সংগৃহীত তথ্যের উৎস প্রকাশ করতে বাধ্য করা যাবে না (১২৫ ধারা)। মক্কেল ও এডভোকেটের মধ্যকার সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করা যায় না (১২৬ ধারা ও ১২৯ ধারা)। চরিত্রের উপর কটাক্ষ করে প্রশ্ন করা যায় না (১৪৮ ও ১৪৯ ধারা)।