সকল পদার্থ তার স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। 

মৌল সমূহ তার ব্যতিক্রম নয়। মৌলসমূহের সর্ববহিঃস্থ শক্তিস্তরে অষ্টক পূর্ণ হলে মৌলটি রাসায়নিকভাবে স্থিতিশীল হয়। 

এই  স্থিতিশীলতা অর্জন করার জন্য মৌলসমূহ একে অপরের সাথে ইলেকট্রন আদান-প্রদান বা শেয়ারের মাধ্যমে অষ্টক পূর্ণ করে।

মূলত স্থিতিশীলতা অর্জন করার জন্যই মৌল সমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।