বিক্রিয়কঃ  কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ সমূহকে বিক্রিয়ক বলে।

রাসায়নিক সমীকরণের তীর চিহ্ন বা সমান চিহ্নের বামদিকে বিক্রিয়ক সমূহ লেখা হয়। 

যেমনঃ

CaCO₃ ——> CaO + CO₂

বিক্রিয়াটিতে ক্যালসিয়াম কার্বনেটকে তীরচিহ্নের বাম পাশে লিখা হয়েছে। 

কাজেই, বিক্রিয়াটিতে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ক। 

উৎপাদঃ  কোন রাসায়নিক বিক্রিয়ার ফলে যা কিছু উৎপন্ন হয় তাদেরকে উৎপাদ বলে। 

উৎপাদকে রাসায়নিক সমীকরণে তীর চিহ্ন বা সমান চিহ্নের ডানপাশে লেখা হয়। 

যেমনঃ

   CaCO₃ ——> CaO + CO₂

 

বিক্রিয়াটিতে ক্যালসিয়াম কার্বনেট ভেঙ্গে CaO ও CO₂ উৎপন্ন হয়েছে এবং এদেরকে তীরচিহ্নের ডানপাশে লেখা হয়েছে। 

এইজন্য বলা যায় CaO ও CO₂ উৎপাদ।