বিক্রিয়ক : একটি রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ উপস্থিত থাকে তাদেরকে বিক্রিয়ক বলে। রাসায়নিক সমীকরণের বাম পাশে বিক্রিয়ক অবস্থান করে।
উৎপাদ : কোন রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে উৎপাদ বলে। রাসায়নিক সমীকরণের ডান পাশে উৎপাদ অবস্থান করে।
প্রমাণ চাপ : প্রমাণ চাপ বলতে এক বায়ুমণ্ডলীয় (1 atm) চাপ কে বোঝায়।
প্রমাণ তাপমাত্রা : প্রমাণ তাপমাত্রা বলতে 0º সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে।
প্রমাণ অবস্থা : 0º সেলসিয়াস তাপমাত্রা ও 1 বায়ুমন্ডলীয় চাপকে প্রমাণ অবস্থা বলে।
Leave a comment