প্রশ্নঃ বিক্রয় জাবেদা (Sales Journal) কাকে বলে?
বিভিন্ন প্রকার জাবেদাঃ নগদান বই, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা ও প্রকৃত জাবেদা-
বিক্রয় জাবেদা (Sales Journal): কেবলমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত বা উৎপাদিত পণ্য ধারে বিক্রয় করা হলে যে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলা হয়। নগদে পণ্য বিক্রয় এবং নগদে বা ধারে ব্যবহৃত কোনো কিছু বিক্রয় এ বইতে লেখা হয় না। এরূপ জাবেদায় পণ্যের তালিকা মূল্য থেকে প্রদত্ত কারবারি বাট্টা বাদ দিে খানো হয়।
উদাহরণঃ নিম্নোক্ত তথ্যসমূহ বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ কর।
Leave a comment