পরীক্ষাগারে আয়তনমিতিক বিশ্লেষণ পদ্ধতিতে বিকার সবচেয়ে বেশি ব্যবহৃত একটি কাঁচপাত্র। 

বিকার ব্যবহারের জন্য এটিকে সাবান পানি বা ক্রোমিক এসিড মিশ্রণ বা ডিটারজেন্ট দ্বারা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আয়তনমিতিক বিশ্লেষণে বিভিন্ন বিক্রিয়া সম্পন্ন করার কাজে বিকার ব্যবহার করা হয়।

কোন দ্রবণকে তাপ দেওয়ার জন্যও বিকার ব্যবহার করা হয়। এজন্য বিকারকে একটি ত্রিপদী স্ট্যান্ডের উপর তারজালি রেখে তার উপরে বিকার স্থাপন করে বুনসেন বার্নারের জারণ শিখায় উত্তপ্ত করা হয়। 

উত্তপ্ত বিকার ঠান্ডা করার সময় কখনো পানি ব্যবহার করা যাবে না। এতে বিকার ফেটে যেতে পারে। বিকারকে ঠান্ডা করতে হলে তারজালির ওপর থেকে টেবিলে নামিয়ে ধীরে ধীরে ঠান্ডা করতে হবে।