বাস্তুব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ হিসেবে প্রধানত দুটি কারণ উল্লেখ করা হয়-
১) গ্যাসের গতীয় তত্ত্বে গ্যাসের অণুগুলিকে বিন্দুভরবিশিষ্ট কণারূপে কল্পনা করা হয় এবং গ্যাস অণুগুলির মোট আয়তন গ্যাস যে পাত্রে রাখা হয় তার আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। কিন্তু বাস্তুবে গ্যাসের অণুগুলি খুব ছোটো হলেও তাদের নির্দিষ্ট আয়তন আছে। কাজেই উপরিউক্ত কল্পনা খুব উচ্চ উষ্ণতায় এবং খুব নিম্ন চাপে সঠিক হলেও সবসময় নির্ভুল নয়। বাস্তব গ্যাসের অণুগুলি অবাধ বিচরণের জন্য তাদের কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় সামান্য কম হয়।
২) গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কাজ করে না। কিন্তু চাপ বেশি হলে গ্যাসের আয়তন কমে যায় এবং গ্যাসীয় অণুগুলি পরস্পরের খুব কাছাকাছি চলে আসে। এর ফলে অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। সুতরাং কল্পিত আদর্শ গ্যাসের অণুগুলি আকর্ষণ বলযুক্ত অবস্থায় পাত্রের ভেতরের দেওয়ালে যে পরিমাণ ধাক্কা দেওয়ার কথা, বাস্তব গ্যাসের অণুগুলি তা দিতে পারে না।
Leave a comment