উপরোক্ত তথ্যটাই পড়ার মাধ্যমে আশা করি জানতে পেরেছেন বাসর রাতে স্বামী স্ত্রী উভয়কেই নামাজ পড়তে হয়। কারণ বাসর রাতে স্বামী স্ত্রীর নামাজ পড়া মুস্তাহাব। আর বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যদি চান যে বিয়ের পরবর্তী জীবনটা সুখের ও আনন্দের হোক তাহলে আল্লাহ অবশ্যই আপনার মনের আশা পূরণ করবে। 
 
বাসর রাতে যে দুই রাকাত নামাজ আদায় করতে হয়। সেই নামাজটি কোন জটিল নামাজ না এমনি সাধারণ যে নফল নামাজ গুলো পড়ে থাকি সেই রকমি। নফল নামাজের যে নিয়ত করতে হয় একইভাবে বাসর রাতের নফল নামাজেও নিয়ত করতে হবে। 
তবে এই নামাজে একটি দোয়া আছে এই দোয়া সম্পর্কে আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রা.) বলেন, স্ত্রী স্বামীর কাছে গেলে স্বামী দাঁড়িয়ে যাবে এবং স্ত্রী তার পেছনে দাঁড়াবে। অতঃপর তারা একসঙ্গে দুই রাকাত সালাত আদায় করবে এবং বলবে: 
 
বাংলা অনুবাদঃ হে আল্লাহ! আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দিন এবং আমার ভিতরেও বরকত দিন পরিবারের জন্য। হে আল্লাহ! আপনি তাদের থেকে আমাকে রিযিক দিন আর আমার থেকে তাদেরকেও রিযিক দিন। হে আল্লাহ! আপনি আমাদের যতদিন একত্রে রাখেন কল্যাণেই একত্রে রাখুন। আর আমাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিলে কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটান।

বাসর রাতে কি দোয়া পাঠ করতে হয়

বিয়ের পর আপনি যখন বাসর রাতে প্রবেশ করবেন তখন বউয়ের মাথায় হাত রেখে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন।এমনকি এই দোয়া সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে একটি হাদিস হলো।
এই দোয়া পাঠ করা নিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেন, “তোমাদের কেউ যখন কোনো মহিলাকে বিয়ে করবে, সে যেন তার কপাল ধরে এবং আল্লাহ তাআলার নাম পড়ে এবং বরকতের দোয়া করে”। এছাড়াও আমাদের প্রিয় নবী আরেকটি দোয়ার কথাও বলেছেন সেই দোয়াটি হল।
اَللّهُمَّ بَارِكْ لِىْ فِىْ أَهْلِىْ وَبَارِكْ لَهُمْ فِىَّ، اَللّهُمَّ اجْمَعْ بَيْنَنَا مَا جَمَعْتَ بِخَيْرٍ و فَرِّقْ بَيْنَنَا إِذَا فَرَّقْتَ إِلَى خَيْرٍ
বাংলা উচ্চারণঃ “আল্লাহুম্মা বা-রিকলী ফী আহলী, ওয়া বা-রিক লাহুম ফিইয়্যা, আল্লাহুম্মাজমা’ বাইনানা মা জামা’তা বিখাইর, ওয়া ফাররিক বাইনানা ইযা ফাররাকতা ইলা খাইর”।
ইংরেজি উচ্চারণঃ Allahumma ba-rikli fi ahli, wa ba-rik lahum fiyyya, Allahummajma’ bainana ma jama’ta bikhair, wa farrik bainana iza farrakta ila khair
আরবীর বাংলা উচ্চারণঃ “আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরিমা ঝাবালতাহা আ’লাইহি; ওয়া আউজুবিকা মিন সাররিহা ওয়া সাররিমা ঝাবালতাহা আলাইহি”।
বাংলা অনুবাদঃ “হে আল্লাহ! আমি আপনার কাছে তার কল্যাণ ও যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন, তা প্রার্থনা করছি। আর তার অমঙ্গল ও যে অমঙ্গলের ওপর তাকে সৃষ্টি করেছেন -তা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি”।
বউয়ের মাথায় হাত রেখে এই দোয়াটি পাঠ করে ফু দেয়ার কথা বলা হয়েছে। তাই অবশ্যই আপনার বাসর রাতে আপনার বউয়ের মাথায় হাত রেখে এই দোয়াটি পাঠ করবেন। তাহলে আশা করছি জেনে গেছেন বাসর রাতে কি দোয়া পাঠ করতে হয় এই সম্পর্কে।