বাষ্প ঘনত্বঃ একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের যে কোন আয়তনের ভর এবং সমআয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ঐ গ্যাসের
গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়।
কোন গ্যাসের বাষ্প ঘনত্ব =
(গ্যাসটির যেকোনো আয়তনের ভর)
÷ (একই তাপমাত্রা ও চাপে সমআয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর)।
Leave a comment