সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াসের ধারণা ছিল জৈব যৌগ সমূহ এক রহস্যময় শক্তির প্রভাবে শুধু প্রাণী বা উদ্ভিদ দেহে প্রস্তুত হয়। এই রহস্যময় শক্তিকে প্রাণশক্তি মতবাদ বা বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ বলা হয়।