বার্কল্যান্ড আইডের পদ্ধতিতে নাইট্রিক এসিড উৎপাদন।
বার্কল্যান্ড আইডের পদ্ধতিতে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুমন্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনকে উত্তপ্ত করলে NO উৎপন্ন হয়। যা পরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জারিত হয়ে NO₂ উৎপন্ন হয়। এই NO₂ পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক এসিড (HNO₃) উৎপন্ন করে।
N₂ + O₂ —–> 2NO
2NO + O₂ —> 2NO₂
4NO₂ + 2H₂O + O₂ —-> 4HNO₃
Leave a comment