বাতাসকে চোখে দেখা না গেলেও বাতাস একটি পদার্থ। বাতাসের অস্তিত্ব আমরা সহজেই অনুভব করতে পারি।
এছাড়াও বাতাসের ভর আছে, ওজন আছে এবং জায়গা দখল করে এজন্য বাতাসকে পদার্থ বলা হয়। তবে বাতাস একটি মিশ্র পদার্থ।
বাতাসে বিভিন্ন উপাদান আছে।
যেমনঃ অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, ধূলিকণা, কার্বন ডাই
অক্সাইড, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি।
Leave a comment